বরগুনায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৪ জুলাই ২০১৭

বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এবং বন বিভাগের সমন্বয়ে একটি টহল দল পাথরঘাটার মানিকখালি থেকে হরিণের মাংস ও কাঠের নৌকা জব্দ করে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল শিকারিরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের ৬০ কেজি মাংসসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

horin

কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত হরিণের মাংসগুলো ফরেস্ট অফিসে হস্তান্তর এবং কোস্টগার্ডের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।