ডিএমপি’র ১৭ কর্মকর্তার রদবদল


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৫ জুন ২০১৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৭ কর্মকর্তার রদবদল করা হয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার এক আদেশে এই রদবদল করা হয়েছে। শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হয়, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বৃহস্পতিবার এই রদবদল করা হয়েছে।

জানা যায়, অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীকে অতিরিক্ত কমিশনার অ্যাডমিন ইন্সপেকশন অ্যান্ড অডিট, অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে অতিরিক্ত কমিশনার লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামকে যুগ্ম কমিশনার ডিবি অ্যান্ড প্রসিকিউশন, যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে যুগ্ম কমিশনার লজিস্টিকস এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম কমিশনার পিওএম, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমকে যুগ্ম  কমিশনার অপারেশন, যুগ্ম কমিশনার মুসলেহ উদ্দিন আহমেদকে যুগ্ম কমিশনার ট্রাফিক-দক্ষিণ এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার্স, যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়কে যুগ্ম পুলিশ কমিশনারকে ক্রাইম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া উপ কমিশনার মো. কাইয়ুমুজ্জামান খানকে উপ কমিশনার মিরপুর বিভাগ, ট্রাফিক উত্তর বিভাগের  উপ-কমিশনার মো. আব্দুল কুদ্দুসকে উপ-পুলিশ কমিশনার পরিবহন, উপ কমিশনার মো. আবুল ফয়েজকে ইএন্ডডি, উপ কমিশনার টুটুল চক্রবর্তীকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টানাল ইনভেস্টিগেশন, উপ কমিশনার বিধান ত্রিপুরাকে উত্তরা বিভাগ, উপ কমিশনার প্রবির কুমার রায়কে ট্রাফিক উত্তর, উপ কমিশনার ড. এইচ এম কামরুজ্জামানকে প্রসিকিউশন, উপ কমিশনার মুনতাসিরুল ইসলামকে গণমাধ্যম শাখায়, উপ কমিশনার মো. আনোয়ার হোসেনকে মতিঝিল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।