বন্যায় ক্ষতিগ্রস্ত : গৃহনির্মাণে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

বন্যাকবলিত জেলাগুলোয় গৃহহীনদের ঘর নির্মাণের তালিকায় মুক্তিযোদ্ধা, বয়স্ক কৃষক, বিধবা ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। জেলা প্রশাসকদের কাছে পাঠানো দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, ২০১৭ সালে দুই দফায় সর্বমোট ৩৫টি জেলা বন্যায় আক্রান্ত হয়। বন্যায় জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্রাণ মন্ত্রণালয় হতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ অনুযায়ী প্রতিবছর সব উপজেলায় ডেউটিন ও গৃহনির্মাণ সামগ্রী বরাদ্দ দিয়ে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর গৃহহীনদের দুর্যোগ লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনো লোক গৃহহীন থাকবে না।

এতে বলা হয়, ‘বন্যাকবলিত এলাকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হলে তা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হবে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় প্রকৃত গৃহহীনদের ঘর নির্মাণের লক্ষ্যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে গৃহহীন মুক্তিযোদ্ধা, গৃহহীন বয়স্ক কৃষক এবং বিধবা ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে।’

এতে আরো বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত নিজ নিজ জেলায় (প্রতিটি জেলায় কমপক্ষে ৫০০টি) প্রকৃত গৃহহীনদের তালিকা ১৫ ডিসেম্বরের মধ্যে জরুরিভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমইউএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।