সবুজবাগে মা-মেয়ের আত্মহত্যা : স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

রাজধানীর সবুজবাগ এলাকার একটি টিনশেড বাসায় ফ্যানের সঙ্গে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে স্বামী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিজের শ্যালিকাকে নিয়ে গত ২১ জানুয়ারি পালিয়েছিল মামুন। জানাজানি হওয়ার পর বিষয়টি ভালোভাবে নিতে পারেননি স্ত্রী সান্ত্বনা। ওই ঘটনার রেশ ধরে নিজের মেয়ে মাহফুজাসহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সান্ত্বনা। প্রাথমিকভাবে এমনটিই আমরা জেনেছি।

ওই ঘটনায় পলাতক স্বামী মামুনকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সকালে সবুজবাগ থানার এসআই রহমত উল্লাহ জানান, সবুজবাগের আহমেদবাগ কমিউনিটি সেন্টারের পাশে একটি টিনশেড বাসা থেকে মা সান্ত্বনা (২৫) ও মেয়ে মাহফুজার (২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেইউ/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।