পিরোজপুরের ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে সোহরাব হোসেন বেপারিকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তার সনদ বাতিল ও শাস্তির দাবি জানিয়েছে ইকড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংগঠনটি বলছে, ওই ভুয়া মুক্তিযোদ্ধার কারণে বিচলিত আসল মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, মৃত আজমত আলী বেপারির ছেলে সোহরাব হোসেন বেপারি ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি যে মুক্তিযোদ্ধা এলাকার সবাই সে সংবাদ শুনে বিচলিত। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা তাকে কখনও যুদ্ধে অংশগ্রহণ করতে দেখেনি ও তাকে কেউ চেনে না।

সোহরাব বেপারির বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুল আলম হাওলাদার ও বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ইকড়ি ইউনিয়নের সদস্যরা।

জেইউ/এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।