উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।

তিনি বলেন, আমরা ঘটনা নিশ্চিত হয়ে উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যাই। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের চিহ্ন দেখতে পাই। তবে আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। একজন নারী অগ্নিদগ্ধ হয়েছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অগ্নিদগ্ধ ওই নারী দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।