বেনাপোলে ১৬৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারত থেকে চোরাই পথে আনা ১৬৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকাল ৯টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের বারোপোতা বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে আসা একটি কচ্ছপের চালান বারোপোতা হয়ে ঢাকা যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালায়। এ সময় সুটকেস ও বস্তা থেকে ৯০ লাখ টাকা মূল্যের ১৬৯টি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ আটক করে। তবে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা কচ্ছপগুলো বনবিভাগে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএস/এমএস