কোলাকুলি ও করমর্দনে সতর্কতা অবলম্বনের পরামর্শ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০১ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আপাতত কারও সঙ্গে কোলাকুলি ও করমর্দনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যদি কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তার আশপাশে এক মিটারের মধ্যে কেউ অবস্থান করলে তার সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। দেশে প্রচলিত রীতিনীতি অনুসারে ঘরেবাইরে কারও সঙ্গে দেখা হলে করমর্দন ও কোলাকুলি করা হয়। এ সময় একান্ত সান্নিধ্যে এক মিটারেরও কম জায়গায় পরস্পর কাছাকাছি আসায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা রোববার আইইডিসিআর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস বিফ্রিংয়ে দেশবাসীর প্রতি এ পরামর্শ দেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যানুসারে চীনসহ ৫৪টি দেশে ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। বাংলাদেশেও এর ঝুঁকি রয়েছে। এ কারণেই আকাশ, নৌ, স্থল ও সামুদ্রিক বন্দরে স্ক্রিনিং চলছে। ইতোমধ্যেই চীনা নাগরিকদের জন্য অন অ্যারাইভেল ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের বাংলাদেশে ভ্রমণে করণীয় কি তা নিয়ে আলোচনা চলছে।

অধ্যাপক ডা. সেব্রিনা বলেন, আপাতত পরিস্থিতিতে বাংলাদেশে চলতি মাসে যে সব আন্তর্জাতিক কনফারেন্স রয়েছে, সেগুলো বাতিল করা উচিত বলে মন্তব্য করেন।

এমইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।