করোনার উপসর্গ দেখা দিলে বাধ্যতামূলক ছুটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উপসর্গ দেখা দিলে কর্মীকে তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক ছুটি দিতে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে সংক্রমিত ব্যক্তিকে কোয়ারান্টাইন ব্যবস্থা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট মালিকপক্ষকে।

মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে চিঠি দিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সব কর্মীকে থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে পরীক্ষা করে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কর্মক্ষেত্রে সবার নিয়মিত বিরতিতে হাত ধোয়া, আইইডিসিআর নির্দেশিত পন্থায় হাঁচি-কাশি দেয়া, করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকা, জনসমাগম পরিহার করা সর্বোপরি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে কর্মীদের উৎসাহিত ও সহযোগিতা দেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও করেছে মন্ত্রণালয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক এবং শ্রম অধিদফতরের মহাপরিচালককে দেয়া চিঠিতে এসব বিষয় দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ এবং জরুরি সেবা দিতে ২৪ ঘণ্টার হটলাইন ফোন নম্বরসহ কন্ট্রোল রুম চালুরও নির্দেশনা দেয়া হয় চিঠিতে।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।