করোনার প্রভাবে জাতীয় পরিচয়পত্রের সেবা বন্ধ
করোনা ভাইরাসের কারণে জনসমাগম ঠেকাতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে রাজধানীর আগারগাঁয়ে এ সংক্রান্ত কোনো সেবা কেউ আর পাবেন না। এটি বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। এজন্য এনআইডি সংশোধন, হারানো কার্ড উত্তোলন, প্রবাসী ভোটার সেবাসহ এনআইডি সংক্রান্ত সব সেবা পেতে সেখানে না যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে অনলাইনে অফিসিয়াল কার্যক্রম চলবে।
ইসির একাধিক কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতির উন্নতি না হলে নিষেধজ্ঞার সময়সীমা আরও বাড়তে পারে।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে জানান, করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। সবমিলে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জন।
বাংলাদেশে প্রথম একজন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
এইচএস/এএইচ/জেআইএম