করোনা : নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাসকে পুঁজি করে অসৎ ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পরে সে জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) এ সংক্রান্ত চিঠি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, এ সংক্রান্ত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বা সংকটের কথা বলে কেউ যাতে গুজব এবং অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনের অধিক পণ্যাদি কিনে কেউ বা কোনো গোষ্ঠী বা অসৎ ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পরে সেজন্য জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্য আমদানিতে কোনো ধরনের প্রভাব পড়েনি। এ জন্যই অন্যান্য বছরের তুলনায় এবার ২৫-৩০ শতাংশ পণ্য বেশি মজুদ রয়েছে। তাই ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে অযথা অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানানো হচ্ছে।

এমইউএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।