‘সাহসী’ নোটিশ দিয়েও সুর পাল্টালেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২১ মার্চ ২০২০

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশিদ স্বাক্ষরিত একটি নোটিশ জারির পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে নোটিশটি ভুল করে প্রদান করা হয়েছে বলে সুর বদলালেন পরিচালক।

শনিবার হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জারি করা ওই নোটিশে বলা হয়, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিদায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সঙ্গে জড়িত সবার মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সবাইকে মাস্ক সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সবাইকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।’

midford-hospital-2

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নোটিশ ছড়িয়ে পড়লে অনেকেই পরিচালকের ‘সাহসী’ বক্তব্যের প্রশংসা করেন। অনেকেই বলেন, মিটফোর্ড হাসপাতালের মতো বড় একটি হাসপাতালের পরিচালকের বক্তব্য থেকেই সরকারের প্রস্তুতির ঘাটতি ফুটে উঠেছে।

নোটিশ জারি করা প্রসঙ্গে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নোটিশটি তিনি দুদিন আগে দিতে বলেছিলেন। ওই সময় হাসপাতালে মাস্কের সরবরাহ কম ছিল। কিন্তু পরে প্রয়োজনীয়সংখ্যক মাস্ক সরবরাহ করা হয়। তার কার্যালয়ের লোকজন ভুল করে আজ এ নোটিশটি জারি করেন বলে তিনি দাবি করেছেন।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।