জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

একই দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছে কাঙ্ক্ষিত বাংলাদেশ ও রাষ্ট্র ভাবনা নামে দুটি সংগঠন৷ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথনকশা’ শীর্ষক আলোচনায় এ প্রস্তাব জানানো হয়৷

সভায় রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে রাজনৈতিক দল থেকে পদত্যাগ করা এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি আর কোনো রাজনৈতিক দলের সদস্য হতে না পারা, একই ব্যক্তি দুই মেয়েদের বেশি রাষ্ট্রপতি হতে না পারার সংস্কার প্রস্তাব দেওয়া হয়৷

সংস্কার প্রস্তাবে সংসদ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএ সমমান বা দাওরায় হাদিস নির্ধারণ করা, একদিনে ২-৩টি জেলার নির্বাচন করে এক মাসে পুরো নির্বাচন সম্পন্ন করা, নির্বাচনের ব্যালট বাক্স নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে রেখে একই দিনে ভোট গণনা করে ফলাফলও একই দিনে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন বিভাগ থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হওয়া, নির্বাচনী দায়িত্ব অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির নীতিমালা তৈরির প্রস্তাব দেওয়া হয়৷

রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা ও রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়৷ এছাড়া গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন; সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার ও গণতন্ত্রকে সংবিধানের পাঁচটি মূলনীতি প্রস্তাব, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান সংসদ নেতা হতে না পারা, সাংবিধানিক পদে আসীন কাউকে প্রধানমন্ত্রী অপসারণ করতে না পারার প্রস্তাবও দেওয়া হয়৷

এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষের নাম জাতীয় নির্ধারণী পরিষদ বা সিনেট এবং নিম্নকক্ষের নাম আইনসভা, উচ্চকক্ষ রাষ্ট্রপতির অধীন এবং নিম্নকক্ষ প্রধানমন্ত্রীর অধীন, এই উভয়কক্ষের মেয়াদ চার বছর করাসহ বেশ কিছু সংসদের রূপরেখা দেওয়া হয়৷

আলোচনা সভায় প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। এতে কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান ও রাষ্ট্র ভাবনার সদস্যসচিব নুরুল কাদের সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন৷

এনএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।