দাফতরিক কাজ ছাড়া বাইরে যেতে পারবেন না ফায়ার সার্ভিস কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২২ মার্চ ২০২০

করােনাভাইরাস সংক্রমণ এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর তাদের কর্মী-সদসদ্যগণের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া ছুটি পাবেন না। এছাড়াও কোনো সদস্য অপারেশনাল কাজ অথবা জরুরি দাফতরিক প্রয়ােজন ছাড়া দফতর বা স্টেশনের বাইরে যেতে পারবেন না। কেউ স্টেশন ত্যাগ করতে চাইলে নির্ধারিত রেজিস্ট্রারে নাম ও বাইরে যাওয়ার কারণ লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও নিয়ন্ত্রণ করা হবে বহিরাগতদের প্রবেশাধিকার।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাে. সাজ্জাদ হােসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে-

১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কোনো সদস্য অপারেশনাল কাজ অথবা জরুরি দাফতরিক প্রয়ােজন ছাড়া দফতর বা স্টেশনের বাইরে যেতে পারবেন না। দাফতরিক প্রয়ােজনে বাইরে গেলে নির্ধারিত রেজিস্টারে নাম ও বাইরে যাবার কারণ লিপিবদ্ধ করে যেতে হবে এবং ভিতরে এসেই সঙ্গে সঙ্গে হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালােভাবে হাত ধুয়ে নিতে হবে।

২. দফতর বা স্টেশনে বহিরাগত লােকজনের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকারি সেবা, জরুরি প্রয়ােজনে হেল্প ডেক্স, অভ্যর্থনা কক্ষে যােগাযােগ করতে হবে। অনিবার্য কারণে কোনো ব্যক্তি অধিদফতে প্রবেশের প্রয়ােজন হলে মেইনগেইটে হ্যান্ডওয়াশ, সাবান দিয়ে হাত ভালােভাবে ধুয়ে এবং মাস্ক পড়ে ভিতরে প্রবেশ করবেন এবং যে কর্মকর্তা বা দফতরের তার প্রয়ােজন শুধুমাত্র সেখানে তার যাতায়াত সীমাবদ্ধ থাকবে।

৩. বাইরে থেকে এসে খাবার আগে ও পরে হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ভালােভাবে ধুয়ে নিতে হবে। হাত ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ করা যাবে না।

৪. বিদেশফেরত কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করা যাবে না।

৫. কোনো কর্মকর্তা-কর্মচারী অপরিহার্য কারণ ছাড়া (নিকটস্থ আত্মীয়ের মৃত্যু, মুমূর্ষু অবস্থা ইত্যাদি) স্বাভাবিক ছুটিতে যেতে পারবেন না।

৬. করােনাভাইরাস প্রতিরােধে সর্বদা সচেতন থাকতে হবে এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য নিরাপত্তামূলক প্রয়ােজনীয় সব ব্যবস্থা গ্রহণে করতে হবে।

৭. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেইউ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।