চট্টগ্রামে আরও একটি ভবন লকডাউন, কোরিয়ান রেস্তোরাঁ সিলগালা
চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশিতে এক জাপানি নাগরিক কোয়ারেন্টাইন না মানায় তার বসবাসরত ভবনটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া এক কোরিয়ান নাগরিক কোয়ারেন্টাইনে না থেকে কোরিয়ান রেস্তোরাঁয় যাওয়া সেটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকেলে বিদেশি নাগরিকরা কোয়ারেন্টাইন মানছেন কি না মনিটরিং করতে এসে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
সূত্র জানায়, খুলশি আবাসিকের ২ নম্বর সড়কের একটি ভবনে থাকেন জাপানি নাগরিক আকিরো সাইতো। তিনি ১১ মার্চ জাপান থেকে বাংলাদেশে আসেন। নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ পর্যন্ত তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু অভিযানে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে পায়নি জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বাড়ির কেয়ারটেকার এবং স্থানীয়রা জানিয়েছেন, তিনি হোম কোয়ারেন্টাইন না মেনে ইপিজেড এলাকার একটি ফ্যাক্টরিতে কাজ করছেন নিয়মিত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আপাতত ভবনটি লকডাউন থাকবে। ওই জাপানি নাগরিককে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তার ওপর নজরদারি করতে নির্দেশনা দেয়া হয়েছে খুলশি থানা পুলিশকে। এদিকে দক্ষিণ কোরিয়ার নাগরিক সি জং কিম বাংলাদেশে আসেন ১৫ মার্চ। তিনি খুলশির একটি রেস্টুরেন্টকে তার ঠিকানা হিসেবে ইমিগ্রেশনকে জানালেও অভিযানে গিয়ে তাকেও হোম কোয়ারেন্টাইনে পাওয়া যায়নি। তাই রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়েছে।’
এদিকে মঙ্গলবার রাতে কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত নারী চট্টগ্রাম শহরে অবস্থান করেছেন এমন দুটি বাড়ি লকডাউন করে প্রশাসন।
আবু আজাদ/জেএইচ/জেআইএম