অসহায়দের জন্য সারা দেশে লঙ্গরখানা খোলার দাবি হানিফ বাংলাদেশির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৫ মার্চ ২০২০

ঢাকা শহরের জনবহুল স্থানে কয়েকটি এবং প্রতিটি জেলা শহরে একটি করে লঙ্গরখানা খোলার দাবিতে কর্মসূচি পালন করছেন হানিফ বাংলাদেশি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় হানিফ বাংলাদেশি বলেন, ছিন্নমূল মানুষ এখন আর করোনায় নয়, ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। কোন বাসাবাড়ি, দোকানপাটে ছিন্নমূল মানুষদের ঢুকতে দেয়া হচ্ছে না। সরকারি-বেসরকারিভাবে কেউ তাদের কথা ভাবেনি। লকডাউনের ফলে তাদের দুঃখ-দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, করোনার বিস্তার রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করা হচ্ছে। কিন্তু রাজধানীসহ সারাদেশে গৃহহীন অসহায়-ছিন্নমূলদের কথা কেউ ভাবেনি। এখন পর্যন্ত তাদের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি। করোনা আতঙ্কের সঙ্গে ক্ষুধার জ্বালা তাদের দুর্ভোগ বাড়িয়েছে।

হানিফ বাংলাদেশি বলেন, সরকার, বিভিন্ন এনজিও ও বিত্তশালীদের প্রতি আমার আহ্বান থাকবে, এই মহা দুর্যোগের সময় অসহায়-ছিন্নমূলদের সাহায্যে এগিয়ে আসুন। রাজধানীসহ সারাদেশের জনবহুল স্থানে লঙ্গরখানা স্থাপনের মাধ্যমে তাদের ক্ষুধার জ্বালা দূর করুন।

এইচএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।