সড়কে ব্লিচিং মিশ্রিত পানি ছিটাচ্ছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে গাড়ির মাধ্যমে ব্লিচিং মিশ্রিত পানি-জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) ডিএনসিসির প্রকৌশল বিভাগের পক্ষ থেকে আটটি গাড়ির ব্লিচিং মিশ্রিত এ পানি ছেটানো হচ্ছে।

dncc1

উত্তরার কুয়েত মৈত্রী হসপিটাল, আশকোনা হজ ক্যাম্প, সেক্টর ১১ ও অন্যান্য এলাকা, নর্দা ও খিলক্ষেত এলাকা, মিরপুর ১, ৭, ১০, ১৩, ১৪ ও অন্যান্য পার্শ্ববর্তী এলাকা, মিরপুর টোলারবাগ, আগারগাঁও তালতলা, ৬০ ফিট, কল্যাণপুর, মডেল একাডেমি এলাকা, বনানী, গুলশান ও পার্শ্ববর্তী এলাকা, বসুন্ধরা পার্শ্ববর্তী এলাকা এবং মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ব্লিচিং মিশ্রিত পানির ছিটানো হচ্ছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, প্রতি গাড়িতে ১০ হাজার লিটার পানি, ৭৫ কেজি ব্লিচিং পাউডার রয়েছে এবং প্রতিটি গাড়ি দেড় লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক ছিটাতে সক্ষম।

এএস/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।