শেখ হাসিনা ছাড়া কাউকে বিশ্বাস করেন না তারা
সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা বিদ্যমান রয়েছে দেশে। এসব সহযোগিতার অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। অভিযোগ, কয়েক স্তর পেরিয়ে প্রকৃত দুস্থদের কাছে সেই অর্থ বা সাহায্য পৌঁছায় না।
ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেন না দুস্থদের অনেকে। শুক্রবার (২৭ মার্চ) এমন কয়েকজন দুস্থের সঙ্গে কথা হয় রাজধানীর মতিঝিলে। পেশা তাদের ভিক্ষা করা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও পেটের দায়ে ভিক্ষা করতে বের হয়েছেন তারা।
তারা বলেন, ‘দালালগো কাছে না দিয়া শেখ হাসিনার নিজের হাত দিয়া গরিবদের টেকা দেওন লাগব। দালাল, চামচা-চুমচাগর (দের) কাছে দিলে সব খাইয়া ফেলাইব। আর বাদ-বাকি কিছু দিলে দিব, না দিলে নাই। পরে কইব (বলবে), দেয়া শেষ। যাগো কাছে শেখ হাসিনা গরিবগো লেইগা টেকা-পয়সা দিতাছে, তারা তো দিতাছে না। তারা তো নিজেগর স্বার্থ রাখতাছে। আর শেখ হাসিনা নিজের হাত দিয়া দিলে হেইডা পাওন যাইব।’
পিডি/জেডএ/পিআর