কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে ডিএসসিসির নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নগরীর কর্মহীন ছিন্নমূল মানুষ, হতদরিদ্র, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (২৭ মার্চ) ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের পক্ষ থেকে আজিমপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান, বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকার ফুটপাতে বসবাসকারী এসব ছিন্নমূল অসহায় পথচারীর হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের পক্ষ থেকে এসব অর্থ বিতরণ করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক ও সচিব মোস্তফা কামাল মজুমদার।

এরপর গুলিস্তান এলাকায় হতদরিদ্রদের মাঝে অর্থ বিতরণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি সংস্থাটির এলাকায় বসবাসরত ৫০ হাজার দরিদ্র পরিবারের মাঝে একমাসের খাবার সরবরাহের ঘোষণা দেন মেয়র।

এএসএস/এমএসএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।