হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সঙ্গে না মেশাটা মনোরোগের ব্যাপার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ৩১ মার্চ ২০২০
ফাইল ছবি

হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সঙ্গে না মেশাটা আসলে মনোরোগের ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষ সমাজে একটু হেয় প্রতিপন্ন হয়। এটা যেন না হয় সেজন্য জেলা প্রশাসন কাজ করতে পারে। তারা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে। তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেকেই যারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন তাদের সঙ্গে মিশতে চাই না। এটা আসলে মনোরোগের ব্যাপার। অনেকে একটু মনোরোগে ভোগে। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ‘যখনই নিজেদের আত্মীয়-স্বাজন…তাকে আর কতদিন দূরে রাখবে? এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। যারা আসলে এ ভাইরাস দ্বারা আক্রান্ত নয়, তাদের নিয়ে ভয় পাওয়ার তো কিছু নয়। যারা এটা শুনলেন, সবাই কথা সব জায়গায় পৌঁছে দেবেন। সেটাই আমি চাই।’

তিনি আরও বলেন, ‘দাফন-কাফনের বিষয়ে যেখানেই যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে। আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই।’
‘অনেক ক্ষেত্রে করোনায় আক্রান্ত নয় কিন্তু করোনার কিছু কিছু লক্ষণ ছিল-এমন রোগী মারা গেলেও তাদের তাদের দাফন-কাফন নিয়ে মানুষ ভয় পায়। এ বিষয়গুলোতে আসলে ভয় পাওয়ার কিছু নেই’-যোগ করেন প্রধানমন্ত্রী।

এমইউএইচ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।