ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ এপ্রিল ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩২৭ জন জাপানি ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০০১ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যমতে, বোয়িং-৭৭৭ মডেলের ফ্লাইটটিতে ৩৩৬ জন জাপানি নাগরিক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৯ জন কেন যেতে পারেননি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের সরবরাহ করা তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানি নাগরিকদের বেশিরভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

এর আগে সোমবার বিশেষ ফ্লাইটে কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিক দেশে ফিরে যান। ভুটান ও মালয়েশিয়াও ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

এআর/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।