করোনা থেকে পথশিশুদের সুরক্ষার আহ্বান জানাল স্ক্যান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০২ এপ্রিল ২০২০

সুবিধাবঞ্চিত পথশিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষায় সরকারের কাছে আহ্বান জানিয়েছে পথশিশুদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনগুলোর নেটওয়ার্ক স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশ।

বৃহস্পতিবার নেটওয়ার্কের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সমাজসেবা অধিদফতর কর্তৃক পথশিশুদের উদ্ধার করে সমাজসেবার অধীন পরিচালিত হোমগুলোতে আশ্রয় নিশ্চিত করা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পথশিশু পুনর্বাসন কার্যক্রম কর্মসূচির আওতায় পরিচালিত সেন্টার বা উদ্ধারকৃত এলাকায় এনজিও পরিচালিত সেন্টার বা হোমে আশ্রয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দ্রুত উদ্ধারকৃত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিশুদের আশ্রয়স্থলে খাদ্যসহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত মনোসামাজিক কাউন্সেলিং সেবা নিশ্চিত করার কথা জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, পথশিশুদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অসত্য তথ্যপ্রচার ও অর্থ লোপাট করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা দরকার। প্রয়োজনে সুশীল সমাজ ও সংশ্লিষ্ট সরকারি দফতরের সমন্বয়ে একটি কমিটি গঠন করে সংকটকালীন মনিটরিং নিশ্চিত করা এবং সংকট পরবর্তীকালে এদের পুনর্বাসনের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করা জরুরি।

এফএইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।