১০ ওয়ার্ডে বিতরণের জন্য খাদ্যসামগ্রী দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০২ এপ্রিল ২০২০

ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও অসহায় মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার নগর ভবনে করপোরেশনের ১০টি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

প্রতি ওয়ার্ডে ৫০০টি করে প্যাকেট হিসাবে ১০টি ওয়ার্ডের জন্য ৫ হাজার প্যাকেট তুলে দেয়া হয়। ওয়ার্ডগুলো হলো ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড। কাউন্সিলররা তালিকা অনুযায়ী এসব খাদ্যসামগ্রী আগামীকাল থেকেই বিতরণ করা শুরু করবেন।

Dscc-1

মেয়র সাঈদ খোকন বলেন, হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণের জন্য পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে।

এর আগে আজ বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকশা ও ভ্যানচালকের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র সাঈদ খোকন।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।