ঢামেকে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, এ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনার টেস্ট করা যাবে। তবে রোগীকে সরাসরি হাজির থাকতে হবে।

ঢামেক হাসপাতালের অধ্যক্ষ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। আশা করি রাতের মধ্যে আমরা রিপোর্টগুলো পাবো।

তিনি আরও জানান, পরীক্ষার বিষয়টি আমাদের কাছে নতুন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য মেশিনে কয়েকবার নমুনা দেয়া হবে। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসুক আর নেগেটিভ আসুক হাসপাতালের পরিচালকের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রোগীকে জানানো হবে। কোনো রোগীর করোনা পজেটিভ হলে তাকে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঢামেক হাসপাতালে চিকিৎসা চলবে।

কাজি আলামিন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।