‘করোনা প্রতিরোধ প্লাটুন’ গঠন করলো মিরপুর থানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৩ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষায় সবাইকে ঘরে রাখতে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর বিভিন্ন অজুহাতে জনসাধারণ বাসায় না থেকে বাহিরে বের হয়ে আসছেন। এতে বাড়ছে করোনার প্রকোপ।

আর তাই এসব মানুষকে ঘরে ফেরাতে ও নজরদারি করতে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ নামে একটি ভিন্নধর্মী ইউনিট গঠন করেছে ঢাকার মিরপুর মডেল থানা। পুলিশের পাশাপাশি এখানে থাকছে জনপ্রতিনিধি।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, আমাদের নিয়মিত টহল, ক্লোজ মনিটরিং এবং বিভিন্ন রাস্তায় রোড ব্লক দিয়ে চেকপোস্ট কার্যক্রম চলছে। এসব কাজের পাশাপাশি মিরপুর মডেল থানা নিয়েছে নতুন উদ্যোগ। মিরপুর মডেল থানা ‘বিট পুলিশিং’ পদ্ধতিতে থানা এলাকার সাতটি বিটের অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং উদ্যমী স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, থানার সাতটি বিটে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ নিজেরাই নিজেদের কর্মকৌশল নির্ধারণ করে থাকে।

korona

কর্মকৌশল হিসেবে আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে হ্যান্ড মাইকে বিভিন্ন উদ্বুদ্ধমূলক শ্লোগান প্রদান, জনকল্যাণ সমিতি, মসজিদ কমিটি, বিভিন্ন ক্লাবের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সামাজিক দূরত্ব ও নাগরিকদের এ সময়ে ঘরে থাকার বিষয়ে আহ্বান জানানো হয়। এছাড়াও থানা এলাকার সব ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে জনগণকে ঘরে রাখা ও অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ করা, মহল্লার মধ্যে সব ধরনের আড্ডা বন্ধ রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে।

করোনা প্রাদুর্ভাব ঠেকাতে মিরপুর মডেল থানা কর্তৃক গৃহীত পদক্ষেপ এলাকাবাসীর নিকট প্রশংসিত হচ্ছে বলে জানান ওসি।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।