মেয়ে ওমরা থেকে ফেরার ৯ দিনের মাথায় বাবা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২০

মেয়ে, জামাই ও মেয়ের শাশুড়ি ওমরা করে ফেরেন গত ১২ মার্চ। এর ঠিক ৯ দিনের মাথায় বাবা অর্থাৎ চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে লক্ষণ দেখা দিতে শুরু করে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর নিজের বাড়ি, আশপাশের আরও পাঁচটি বাড়ি, ওমরা ফেরত মেয়ের বাড়ি, তার শ্বশুর বাড়ি ও তাদের দুই নিকটাত্মীয়ের বাড়িসহ মোট ১৩ বাড়ি লকডাউন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এছাড়া করোনাভাইরাস ধরা পড়ার আগে ওই ব্যক্তি নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেয়ায় ওই হাসপাতালের তিন চিকিৎসকসহ ২৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ে।

সিভিল সার্জন বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় তিনি বিদেশ প্রত্যাগত কারও সংস্পর্শে আসেননি বলে দাবি করলেও অনুসন্ধানে জানা গেছে, কিছুদিন আগে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন তার মেয়ে, জামাই ও তার বেয়াইন।

বিষয়টি জানার পর জেলা প্রশাসনের নির্দেশে প্রথমে নগরের চকবাজার থানা এলাকার দামপাড়া ১ নম্বর গলির ছয়টি বাড়ি লকডাউন করা হয়। পরে মধ্যরাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চারটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।’

lock

নতুন তিন বাড়ি লকডাউন

চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, ‘আজ পটিয়ায় করোনা রোগীর মেয়ের বাড়ি, চন্দনাইশ উপজেলার জামিজুরী গ্রামের এক আত্মীর বাড়ি যাদের রোগীর বাড়িতে যাওয়া-আসায় ছিল এবং করোনা আক্রান্ত রোগীকে তার বাসায় দেখতে গিয়েছিলেন এমন একজনের নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার একটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

lock

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা ৪৫ মিনিটে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘প্রিয় চট্টগ্রামবাসী আস্সালামু আলাকুম। আপনারা সবাই অবগত আছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে বেডে করোনা আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি সুস্থ আছেন।’

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটেছে ওই রোগী মারা গেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জাননো যাচ্ছে যে, করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ভালো আছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো।’

‘যারা এই রোগী মারা গেছেন বলে অপপ্রচার করছেন তাদের সতর্ক করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।’

আবু আজাদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।