আমি মারা যাইনি, গুজবের পর টোলারবাগ মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০২০

রাজধানীর মিরপুরের টোলারবাগ মসজিদের ইমাম মুফতি মোজাফফার আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ১০টায় তিনি নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আসলে মারা যাইনি। কে বা কারা ছড়িয়েছে যে, আমি মারা গেছি। আমি ভালো আছি এবং সুস্থ আছি।’

মুফতি মোজাফফার আহমেদ আরও বলেন, যারা এমনটা করেছেন তাদের আল্লাহ সঠিক জ্ঞান দিন, আমাদের ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং ক্ষমা করুন। করোনার এমন প্রাদুর্ভাবের মধ্যে এমন মিথ্যা তথ্য ছড়ানোয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে এমনটা না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ছয়জন টোলারবাগ এলাকার। ইতোমধ্যে টোলারবাগে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত এলাকাগুলোর মধ্যে ঘোষিত ‘ডেঞ্জার’ জোনের একটি মিরপুর।

জেইউ/এমএফ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।