করোনা মোকাবিলায় নিয়োজিতদের পুরস্কৃত করা হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারি ডাক্তার যারা আছেন, সরকারি চিকিৎসক, নার্স, কর্মকর্তা যারা করোনা মোকাবিলায় অবদান রেখেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, আমি দেখেছি যারা সরকারি হাসপাতালগুলোতে কাজ করেন তারাই কিন্তু এগিয়ে এসেছেন। তারা কোনো গাফিলতি করেননি। তারা নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা কাজ করেছেন। সে ক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জীবনের বাজি রেখে করোনা আক্রান্তদের সেবা প্রদান করেন করছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, আপনারা একটা বিরাট অবদান রেখে গেছেন। এই করোনার বিরুদ্ধে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি সেই যুদ্ধে সম্মুখভাগে থেকেই আপনারা অংশগ্রহণ করেছেন।’

তিনি বলেন, সেই সঙ্গে আমি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য ও ত্রাণ বিতরণের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারী, যারা কোভিড ১৯ সংক্রমণ রোধে দিনরাত কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এই অবস্থার মধ্যে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে আজকে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমি এই কাজে যারা সব সময় নিয়োজিত ছিলেন তাদেরকে শুধু খালি মুখে ধন্যবাদ দেব না, আমি তাদেরকে পুরস্কৃত করতে চাই।’

‘যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের তালিকা করার জন্য ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি। আমরা তাদেরকে পুরস্কৃত করব। যারা এই ধরনের স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেয়া আমাদের প্রয়োজন এবং উৎসাহের সঙ্গে সঙ্গে আমি বিশেষ একটা সম্মানীও দিতে চাই। সেই জন্য ইতোমধ্যে তালিকা করার নির্দেশ আমি দিয়েছি। সেই তালিকাটা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

‘কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে দায়িত্ব পালনকালে যদি কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হয়, তবে তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা সরকার নেবে’-যোগ করেন প্রধানমন্ত্রী।

এইউএ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।