হটলাইনে কল পেয়ে ১২৪৬ জনের বাসায় খাবার পৌঁছে দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৮ এপ্রিল ২০২০

লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে অনাগ্রহী নাগরিকদের হটলাইনে কল পেয়ে বাসায় খাবার পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য পৃথক দুটি হটলাইন নম্বর চালু করেছে সিটি করপোরেশন। এই নম্বরে খাদ্য সামগ্রী সহায়তা চেয়ে ফোন করলে নগরবাসীদের বাসায় খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে।

জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১০ দিনে খাদ্য সামগ্রী চেয়ে ডিএসসিসির হটলাইনে ৮ হাজার ১৫২টি ফোন আসে। এর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য দুই হাজার ৩৩টি ফোনকল চূড়ান্ত করা হয়। বাকি ফোনকলগুলো ডিএসসিসি এলাকার না হওয়ায় এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৬টি পরিবারের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাকি ৭৮৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ২৮ মার্চ ডিএসসিসির মেয়র সাঈদ খোকন কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার পরিবারকে এক মাস বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, লোকলজ্জায় যারা এসব খাদ্য সামগ্রী নিতে লাইনে দাঁড়ানো বা কাউন্সিলর অফিসে আসতে অনিহা প্রকাশ করেন তাদের জন্য আমরাদের হটলাইন সেবা চালু থাকবে। তারা আমাদের হটলাইনে ফোন করে সহায়তা চাইলে আমরা বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেব।

মেয়রের এমন ঘোষণার পর পৃথক দুটি হটলাইন নম্বর চালু করে কর্তৃপক্ষ। ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্য সামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দুটি নম্বর যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। সহায়তা প্রত্যাশীদের তথ্য নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে তাদের বাসায়।

dscc

এ বিষয়ে ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, মেয়রের নির্দেশে আমরা দুটি হটলাইন নম্বর চালু করেছি। এতে খাদ্য সামগ্রী চেয়ে নগরবাসী আমাদের কাছে ফোন করছেন। আমরা যাচাই-বাচাই করে তালিকা চূড়ান্ত করছি। প্রতিদিন আমাদের নিজস্ব লোকবল দিয়ে তাদের বাসায় বাসায় খাবার পৌঁছে দেয়া হচ্ছে। পুরো বিষয়টি মেয়র সাঈদ খোকন নিজেই তদারকি করছেন।

এ বিষয়টি ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, যারা লোকলজ্জায় প্রকাশ্যে দাঁড়িয়ে বা কাউন্সিলর অফিস থেকে খাদ্য সামগ্রী নিতে অস্বস্তিবোধ করেন প্রধানমন্ত্রী তাদের তালিকা করে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়ার জন্য বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা হটলাইন চালু করেছি। যারা ফোন করছেন আমরা তাদের বাসায় খাবার পৌঁছে দিচ্ছি।

এএস/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।