প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুদকের বৈশাখী ভাতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈশাখী ভাতা অনুদান হিসেবে জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বুধবার (৮ এপ্রিল) দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিবসহ সব স্তরের কর্মকর্তার বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার টাকা এ তহবিলে জমা দেয়া হয়েছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুদকের চেয়ারম্যান, কমিশনার, সচিবসহ সব স্তরের কর্মকর্তার ২০২০ সালের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে জমা দেয়া হয়েছে।

এইউএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।