করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন খাত : প্রণোদনা চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগের পাশাপাশি সরকার গণপরিবহন চলাচলও বন্ধ করে দিয়েছে। এতে অচল হয়ে পড়া পরিবহন খাতে প্রতিদিন ৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা বলছে, এ সেক্টরে কর্মরত ৯০ লাখ শ্রমিক। দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকরা এখন সবাই বেকার। পরিবহন চলাচল না করায় তাদের বেতনও আটকা। মালিকপক্ষ থেকেও বেতন পরিশোধ করা যাচ্ছে না। সেজন্য পরিবহন খাতেও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৮ এপ্রিল) সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সারাবিশ্বের মতো বাংলাদেশও ছড়িয়ে পড়ছে। সংক্রমণ রুখতে গত ২৬ মার্চ হতে গণপরিবহন বন্ধ। যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

পরিবহন সেক্টরে নিয়োজিত চালক-শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন যাবত কর্মহীন অবস্থায় রয়েছেন, যারা দৈনিক বেতনভিত্তিক কাজ করে থাকেন। দীর্ঘদিন আয়-রোজগার বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো একান্ত জরুরি। কর্মহীন শ্রমিকদের বাঁচানোর লক্ষ্যে পরিবহন সেক্টরের মালিকদের স্ব-স্ব শ্রমিকদের সাহায্য করা জন্য জোর অনুরোধ জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করতে সরকারের নিকট সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

জেইউ/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।