বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের এ দুর্যোগকালীন পরিস্থিতিতে নিজ নির্বাচনী এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসাদুজ্জামান খান ঢাকা-১২ আসনের সংসদ সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকা করে নিজ নির্বাচনী এলাকায় (হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, শেরে বাংলানগর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসন) ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার থেকে তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী বাসায় বাসায় পৌঁছে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যক্তিগত ফান্ড থেকে প্রথম দিনে ১ হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানের ১০ কেজি ওজনের ব্যাগ পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। পরে দুই দফায় এ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এ সময় সরকার মানুষকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ।
আরএমএম/এফআর/এমকেএইচ