ত্রাণসামগ্রী পৌঁছাতে ডিএনসিসির হটলাইন চালু
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায়, কর্মহীন, সাময়িক বেকার ও দুস্থ মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে হটলাইন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএনসিসি দুইটি হটলাইন চালু করেছে। হটলাইন নম্বরগুলো হচ্ছে ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটিতে বসবাসরত অসহায় ও দুস্থ যে কোনো ব্যক্তি এই হটলাইন দুইটিতে ফোন করে ত্রাণসামগ্রী চাইতে পারবেন। হটলাইন দুইটি সার্বক্ষণিক খোলা থাকবে। হটলাইনে যোগাযোগকারী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণসামগ্রী ঠিকানা অনুযায়ী পৌঁছে দেয়া হবে।
এএস/এএইচ/এমকেএইচ