তিন বন্ধুর টিফিনের টাকায় ৫০ পরিবারকে সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২০

দীর্ঘদিনের জমানো টিফিনের টাকায় ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাইফুর রহমান, শাকিল খান ও এম মাহীউজ্জামান শাওন নামের তিন বন্ধু। তারা রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর এক নম্বর সেকশনের রাস্তায় হেঁটে হেঁটে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন এই তিন কলেজ ছাত্র। ত্রাণ বিতরণের সময় যাতে ভিড় না হয় সেজন্য হেঁটে হেঁটে ত্রাণ দিয়েছেন বলে জানিয়েছেন তারা।

এসময় তারা জানান, নিজেদের জমানো টিফিনের টাকা আর বন্ধু-বান্ধব, সহপাঠীদের দেয়া টাকায় খাদ্য সামগ্রী নিয়ে ৫০ জন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, দেড় কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও আধা লিটার তেল দেয়া হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে কেনো তারা মাঠে নেমেছে জানতে চাইলে তারা বলেন, করোনাভাইরাসের কারণে চারদিকে লকডাউন অবস্থা। ফলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে আমরা তিন বন্ধু আলোচনা করি। পরে নিজেদের জমানো টিফিনের টাকা দিয়ে অসহায় মানুষদের সহযোগিতার সিদ্ধান্ত নিই। কিন্তু তিনজনের জমানো টাকা এক করেও খুব বেশি হয়নি।

এরপর আমাদের অভিভাবকদের জানালে তারা আমাদের উৎসাহ দেন। এরপর বন্ধু-বান্ধবদের কাছে আমাদের পরিকল্পনার কথা জানাই। অনেকেই আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। বন্ধুদের পাঠানো টাকা একত্রিত করে তা দিয়েই চাল, ডাল, তেল, আলু, আটা আর পেঁয়াজ কিনে বিতরণ করেছি।

তিন বন্ধুই জানায়, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু-বান্ধবদের পাঠানো টাকা একত্রিত করে আবারও তারা এ কাজে মাঠে নামবে।

তারা বলেন, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম নয়। বিত্তবানরা এগিয়ে এলে শ্রমজীবী মানুষের এরকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহ্বান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।

এফএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।