আমিনবাজারে বিয়ে : ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ রোধে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর এবং কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর আমিনবাজার এলাকায় বিয়ের আসরে অভিযান চালিয়ে এ জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আমিনবাজারের সালেহপুর এলাকায় বিয়ের খবর পেয়ে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষের আট জনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেইউ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।