জাগো নিউজে সংবাদ : বন্ধ হলো কর্ণফুলীতে যাত্রী পারাপার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ এপ্রিল ২০২০

দেশের অন্যতম নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কমে সংবাদ প্রকাশের তিন ঘণ্টার মাথায় বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রবেশ ও বহির্গমন পথ কর্ণফুলীর ১৫টি ঘাটে যাত্রী পারাপার বন্ধ হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ঘাট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে সামাজিক দূরত্ব অমান্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে নগরের পাঁচটি প্রবেশপথ ও কর্ণফুলীর ১৫টি ঘাট দিয়ে মানুষের হরদম আসা-যাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।

বিজ্ঞপ্তিতে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তাররোধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি এবং ওষুধ, খাদ্যদ্রব্য ও রফতানিপণ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশে নৌযানযোগে পরিবহন ও যাত্রী পারাপার এখন থেকে বন্ধ থাকবে। জরুরি সেবা, ওষুধ ও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পারাপারের সময় অবশ্যই সীমিত আকারে যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পারাপার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, যানবাহন ও লোকজনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার পরও নগরীর সদরঘাট, অভয়মিত্র ঘাট, বাংলাবাজার ঘাট, ব্রিজঘাট, ৪, ৯, ১২, ১৪, ১৫ নম্বর ঘাট, টিংটোঙ্গারের ঘাট, মাতব্বর ঘাটসহ আরও কিছু এলাকায় কর্ণফুলী নদীতে নৌকাযোগে যাত্রী পারাপার হয়। এতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আজ (শনিবার) থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর সব ঘাট থেকে নৌযান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হলো।

আবু আজাদ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।