সাড়ে ৬৪ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে ডিএনসিসি
করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ বিতরণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তরের বিভিন্ন স্থানে রোববার পর্যন্ত অসহায়, দুস্থ মোট ৬৪ হাজার ৬৬৭টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।
রোববার ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড মোট ৩ হাজার ৪৭৩টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। ডিএনসিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীরা তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশকনিধন কার্যক্রম অব্যাহত রেখেছেন। আসন্ন বর্ষায় ডেঙ্গুর আশঙ্কা মাথায় রেখে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমকে সমন্বিতভাবে জোরদার করা হয়েছে।
এ ছাড়া প্রতিদিনের মতো আজও ১০টি ওয়াটার বাউজারের (পানির গাড়ি) সাহায্যে মোট ১৮ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভার ব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়। প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে, বস্তিতে, মসজিদের সামনে, হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
এএস/জেডএ/এমএস