ব্যবহৃত হ্যান্ড গ্লাভস বিক্রি: এএসএম ট্রেডিংকে ১০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ১৪ এপ্রিল ২০২০

ব্যবহৃত পুরাতন গ্লাভস প্রক্রিয়াজাত করে বিশ্বখ্যাত কোম্পানির লোগো ব্যবহার করে বিক্রির উদ্দেশ্যে মজুদ ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর পান্থপথে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানকালে ব্যবহার করা বিপুল পরিমাণ গ্লাভস প্রক্রিয়াজাত করে বিশ্ব বিখ্যাত বিভিন্ন কোম্পানির মোড়কে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ থাকার প্রমাণ পাওয়ায় এএসএম ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৩ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিপুল পরিমাণ ব্যবহৃত গ্লাভস জব্দ ও দুটি গুদাম সিলগালা করা হয়।

সোমবার সন্ধ্যায় পান্থপথের এ এস এম ট্রেডিংয়ে অভিযান চালায় র্যাব-৩। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, ব্যবহার করা বিপুল পরিমাণ গ্লাভস প্রক্রিয়াজাত করে বিশ্ব বিখ্যাত বিভিন্ন কোম্পানির মোড়কে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল। মোড়ক তারা নিজেরাই তৈরি করে। মোড়কেও এমআরপি লেখা দেখা যায়নি।

এসব কারণে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক এএসএম মুসাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের দণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করায় দণ্ড মওকুফ হয়েছে। তাদের দুটি স্টোর সিলগালা করার পাশাপাশি গ্লাভস সগুলো জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পলাশ বসু।

জেইউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।