ঢাকায় প্রবেশ-বের হওয়া বন্ধে অভিযানে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সময় জরুরি কারণ ছাড়া ঢাকায় আসা-যাওয়া রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান চালাচ্ছে র‍্যাব।

বুধবার সকাল ৮টা থেকে রাজধানীর চাঁনখারপুল (হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ) এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতের নেতৃত্ব দিচ্ছেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

মেজিস্ট্রেট বলেন, সকাল থেকে অভিযান চলছে। ঢাকায় আসা-যাওয়া রোধে হানিফ ফ্লাইওভারে (চাঁনখারপুল) অভিযান চালানো হচ্ছে। এরপর মুগদা ও গুলিস্তান এলাকায় অভিযান চালানো হবে।

অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এআর/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।