প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা দিল আমিন মোহাম্মদ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৬ এপ্রিল ২০২০

দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে দেশের আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপ।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও মো. আমিনুল হক নাবিল।

তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে তাদের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা বলেন, প্রধানমন্ত্রী আমরা আমিন মোহাম্মদ গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। এই দুর্যোগকালীন মুহূর্তেও আপনার পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনার নির্দেশনা অনুযায়ী দেশের যেকোনো প্রয়োজনে কাজ করে যাবে আমিন মোহাম্মদ গ্রুপ।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।