পরিবেশমন্ত্রীর উদ্যোগে খাদ্যদ্রব্য পেলেন ১২৫০ পরিবহন শ্রমিক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে সহায়তার অংশ হিসেবে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ২৫০ জন কর্মহীন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বৃহস্পতিবার এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়।

বড়লেখা উপজেলার ৮০০ জন এবং জুড়ী উপজেলার ৪৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেন তারা। এ সময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেয়া হয়।

খাদ্যদ্রব্য বিতরণের বিষয়ে পরিবেশমন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকবে না। করোনা মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

উল্লেখ্য, এর আগে পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকার ১৭০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।