পাটমন্ত্রীর অর্থায়নে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব-আইসোলেশন সেন্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে নির্মিত হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার।

শুক্রবার (১৭ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

এতে বলা হয়, ইতিমধ্যে ভবন চূড়ান্ত হয়েছে। শুক্রবার থেকে মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনাভাইরাস পরীক্ষার এ ল্যাব শুধু রূপগঞ্জের জনগণের জন্য নয়, এখানে নারায়ণগঞ্জ জেলার মানুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে। ৩-৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশপাশের জেলার ব্যক্তিদের করোনাভাইরাস এখানে পরীক্ষা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট, ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। সরকারি একটি ও বেসরকারি দুটি অ্যাম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে।’

তিনটি অ্যাম্বুলেন্সই প্রস্তুত রয়েছে বলেও জানান গোলাম দস্তগীর গাজী।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত ১ হাজার ৮৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের। ভাইরাস মোকাবিলায় দেশব্যাপী এর চিকিৎসার বিস্তার বাড়াচ্ছে সরকার। পাশাপাশি কিছু ব্যক্তিগত উদ্যোগও লক্ষ্য করা গেছে।

আরএমএম/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।