কেনিয়ায় করোনায় বাংলাদেশি তাবলিগ জামাত সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোবিতে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার সেখানকার একটি হাসপাতালে মারা যান তিনি।

নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে ছিলেন ৬৫ বছর বয়সের এই বাংলাদেশি নাগরিক।

রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, মার্চের শেষে ওই বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল।

পরিবারের অনুমতিক্রমে নাইরোবিতেই তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জেপি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।