ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব।
আরও পড়ুন:
রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব। পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।
দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিক্রম মিশ্রির।
বৈঠক শেষে আজ রাতেই ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব।
আইএইচআর/এসএনআর/জেআইএম