বক্সে লেখা এন-৯৫, ভেতরের জিনিস সঠিকটা যাচ্ছে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২০ এপ্রিল ২০২০

চিকিৎসা সামগ্রীর মোড়কের ওপর ঠিকঠাক লেখা থাকলেও ভেতরে অন্য জিনিস বা নিম্নমানের পণ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মহানগর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। তাই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও এন-৯৫ মাস্কসহ (করোনায় চিকিৎসায় নিয়োজিতরা ব্যবহার করেন) চিকিৎসা সামগ্রী সরবরাহকারীরা ঠিকমতো দিচ্ছে কি না, তা ভালোভাবে যাচাই করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের শেষ সময়ে এসে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মন্ত্রীর কাছে কিছু ছবি পাঠিয়েছি। যারা সাপ্লাই দেয়, তারা সঠিকভাবে সঠিক জিনিস দিচ্ছে কি না? মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, পিপিইর নাম দিচ্ছে কিন্তু ভেতরে জিনিসগুলো ঠিকমতো যায়নি। এটা আপনাদের সবসময় দেখা উচিত। যার সাপ্লাইয়ার তারা ঠিকমতো দিচ্ছে কি না? বা সঠিক জিনিসটা কিনছি কি না? এটা দেখা দরকার, একটু দেখবেন। ছবিটা মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, যাচাই করে দেখার জন্য।’

এ সময় কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় ওষুধাগারসহ একটি কমিটি করা আছে। যারা যখন যে সরবরাহটা আসবে, সেটা পরীক্ষা করে দেখা। ইতোমধ্যে আমরা অনেক পিপিই ফেরত দিয়েছি নিম্নমানের হওয়ার কারণে, যার পরিমাণ এক লাখ ৭০ হাজার। দেশের জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে হয়তো আমাদের ভুল হয়ে থাকতে পারে। এখন আমরা চাচ্ছি, এই ভুলগুলো যেন না হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এন-৯৫ লেখা বক্স, কিন্তু ভেতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কি না? এটা একটু আপনারা জানাবেন। যেহেতু লাইভে অনেকেই আছে, তাই কথা বলছি না। তবে লেখা আছে এন-৯৫ কিন্তু ভেতরের জিনিস সবসময় সঠিকটা যাচ্ছে না। এর সাপ্লাইয়ার কে? সরাসরি বললাম তো, বাবুবাজারের মহানগর হাসপাতালে এগুলো যাচ্ছে। এটা তো করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড। এ রকম যদি কিছু কিছু জায়গায় হয়, এটা তো ঠিক না। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভেতরের জিনিসগুলো ঠিক আছে কি না। আমার মনে হয়, নজরদারিটা একটু বাড়ানো দরকার। বা যিনি রিসিভ করবেন, তিনি দেখেশুনে যেন রিসিভ করেন।’

পিডি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।