নিম্নমানের মাস্ক-পিপিই সিএমএসডি সরবরাহ করেনি : পরিচালক
নিম্নমানের মাস্ক-পিপিই রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) পক্ষ থেকে সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদউল্লাহ।
তিনি বলেছেন, ‘সিএমএসডি থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যথাযথ মান পরীক্ষা করে রাজধানীসহ সারা দেশের হাসপাতালে মাস্ক ও গ্লাভস সরবরাহ করা হচ্ছে। সিএমএসডির বাইরে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বা অন্য কারও কাছ থেকে সংগ্রহ করে তা স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করছে। ফলে এ সব চিকিৎসা সামগ্রীর মান নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।’
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সিএমএসডির পক্ষ থেকে দেয়া পিপিই নিম্নমানের বলে অভিযোগ ওঠে।
ওষুধাগারের এ পরিচালক বলেন, ‘স্থানীয়ভাবে কেনা কিংবা অনুদানে প্রাপ্ত সামগ্রীর বিষয়ে চিকিৎসক ও নার্সরা জানেন না বলে সিএমএসডিকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু বাস্তবে এগুলো সিএমএসডি থেকে সরবরাহ করা হয়নি।’
তিনি জানান, গতকাল (২১ এপ্রিল) পর্যন্ত সিএমএসডি পিপিই সংগ্রহ করেছে ১৪ লাখ ৯৮ হাজার ১৫০টি। বিতরণ করা হয়েছে ১১ লাখ ৬৮ হাজার ২৪৮টি। বর্তমানে মজুত রয়েছে ৩ লাখ ২৯ হাজার ৯০২টি। সিএমএসডি থেকে প্রতিদিন গড়ে ৬০ হাজার থেকে ৭০ হাজার পিপিই গ্রহণ ও বিতরণ করা হয়ে থাকে।
শহিদউল্লাহ আরও জানান, বর্তমানে সিএমএসডি বিভিন্ন গ্রেডের এবং উন্নতমানের পিপিই পাচ্ছেন, যা কোভিড-১৯ এর জন্য ডেডিকেটেড হাসপাতালে বিতরণ করা হচ্ছে। এছাড়া লক্ষাধিক এন-৯৫, কেএন-৯৫, এসইপি-২ ও পি-২ বা সমমানের লেভেলের মাস্ক মজুদ রয়েছে। এগুলো কোভিড-১৯ এর জন্য ডেডিকেটেড হাসপাতাল ও পিসিআর ল্যাবরেটরিতে বিতরণ করা হচ্ছে।
এফআর/এমকেএইচ