বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে। ফলে বিমানবন্দরে স্ক্রিনিং বেড়ে গেছে। তবে এ সময়ে যারা দেশে আসছেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘যারা ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আসছেন বা আগামীতে আসবেন, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি পরিষ্কার করে দিলাম, দেশে আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের কিছু ব্যক্তিদের বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে, যারা আটকা পড়েছিলেন বিভিন্ন দেশে। সেজন্য গত ২৪ ঘণ্টায় আমাদের বিমানবন্দরে স্ক্রিনিং বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে ৩৭৩ জনের। এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৭৮০ জনকে স্ক্রিনিং করা হয়েছে বিমানবন্দরে। স্থলবন্দরে এই সময়ে ১৫৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার ৯৭৩ জনকে স্থলবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সমুদ্রবন্দরে গত ২৪ ঘণ্টায় স্ক্রিনিং হয়েছে ৫৫ জনের। এ পর্যন্ত সমুদ্রবন্দরে ১৪ হাজার ৭১৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে।’

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে প্রথম ৪৫ দিনে করোনার তুলনামূলক চিত্র ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রথম ৪৫ দিনে যতজন করোনায় আক্রান্ত হয়েছিল– সেই চিত্রটি আমরা তুলে ধরব। এই সময়ে বাংলাদেশে ৪ হাজার ১৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১২৭ মৃত্যুবরণ করেছেন। একই সময়ে অর্থাৎ প্রথম ৪৫ দিনে ইতালিতে ১ লাখ ৩০ হাজার আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছিল প্রায় ১১ হাজার। স্পেনে একই সময়ে আক্রান্ত হয়েছিল ১ লাখ এবং মৃত্যুবরণ করেছিল ১০ হাজার। যুক্তরাষ্ট্রে ৪৫ দিনে আক্রান্ত হয়েছিল ১ লাখ ২০ হাজার এবং মৃত্যুবরণ করেছিল ২৪ হাজার। এই তুলনা করলে দেখতে পাই, বাংলাদেশে প্রথম ৪৫ দিনের অবস্থান অনেক ভালো। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা ৩ শতাধিক। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

পিডি/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।