এবার বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারির মধ্যেই এবার বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ প্রবাসী বাংলাদেশি। গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উদ-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদের কেউই কোভিড-১৯ আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তাই তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বাহরাইন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, এরা সবাই জেলফেরত। সেদেশে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রান্ত ছিলেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দেয়া হয়েছে।

তিনি জানান, চেকআপের মাধ্যমে তারা কোভিড-১৯ আক্রান্ত নন সার্টিফিকেট পাওয়ার পরই তাদের ফ্লাইটে তোলা হয়েছে।

এর আগে গত শুক্রবার ওমান থেকে দেশে ফেরেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশি শ্রমিকদের এটি দ্বিতীয় ফ্লাইট।

এছাড়া ১৫ এপ্রিল সৌদি আরব থেকে ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরে আসেন। তাদের মধ্যে দুইশোরও বেশি ডিপোর্টি ছিলেন।

গত বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, বৈশ্বিকভাবে করোনাভাইরাস মহামারি শুরুর পর গত এক মাসে এক লাখ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

জেপি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।