জাতীয় পেশাগত স্বাস্থ্য-সুরক্ষা দিবস মঙ্গলবার
কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টিতে পঞ্চমবারের মতো ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উদযাপন করবে সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবসটি পালন করা হবে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, শোভন কর্মপরিবেশ হোক সবার।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার ২০১৬ সাল থেকে এ দিবসটি উদযাপন করছে।
শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের গুরুত্ব বিবেচনায় নিয়ে শ্রমিকের জীবনমান ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
অন্যান্য বছর দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালার আয়োজন করলেও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এ বছর সকল প্রকার আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
আরএমএম/এফআর/পিআর