বসুন্ধরা কনভেনশন গ্রিড হাসপাতালে পরিচালক ও সহকারী পরিচালক নিয়োগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০১ মে ২০২০

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালে একজন পরিচালক ও দুজন সহকারী পরিচালককে বদলিপূর্বক সংযুক্তিতে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

পরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. এহসানুল হক। সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (অতিরিক্ত) ডা. মোহাম্মদ আখতারুজ্জামান ও ডা. আবুল বাশার।

বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-২) অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে তিন কর্মদিবসের মধ্যে বদলি প্রদানকৃত কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের কথা বলা হয়।

দেশে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বসুন্ধরা গ্রুপ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সরকারের অনুমোদনক্রমে পাঁচ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছে। আগামী ৪ মে হাসপাতালটির উদ্বোধনের কথা রয়েছে।

এমইউ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।